BBC Bangla - মূলপাতা

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

Short Course

১। আউটসোসিং কি ?


আউটসোসিং বলতে সাধারণত ইন্টারনেটে কাজ করে উপাযর্জ়নকে বুঝায় ।এই কাজ বিভিন্ন ধরনের হতে পারে ।এটা হতে পারে শুধু লেখা লেখি বা ক্লিক করা আবার হতে পারে পণ্য বিক্রয় করা। আপনার যদি শুধুমাএ প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলেই আপনি আউটসোসিং কাজ করে আয় করতে পারবেন ।

এক কথায় আপনি নিজ দেশে আপনার ঘরে বসে কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিদেশী কোম্পানি গুলোর অফিসের কাজ করার মাধ্যমে আয় করাকে আউটসোসিং বলে 

 

২। বিদেশী কোম্পানিগুলো কেন আউটসোসিং এ আগ্রহী ।

 

  • টাকা কম দেয় ।(বিদেশে টাকার মান বেশী, ওদের ০১ টাকা আমাদের ৮০ টাকা)
  • সহজে লোক পাওয়া যায় ।
  • Skilled Employee পাওয়া যায় ।
  • No office Rent
  • No machine & maintenance cost.
  • Strong Monitoring. 
  •  
     

৩। অউটসোসিং করে আমাদের কি লাভ ?

  • ·         High salary
  • ·         Value add
  • ·         Business
  • ·         Practical English Expert
  • ·         Personal Relation
  • ·         Enjoy freedom

 

৪। চাকরী পাওয়ার নিশ্চয়তা কতটুকু ?


 আপনি জব  মার্কেট গুলো গুরে দেখুন 


www.odesk.com 

2 www.elance.com

www.freelancer.com

 

৫। অউটসোসিং করতে কি কি যোগ্যতা লাগবে ?

 

  • Practical কাজ করা ।
  • কম্পিউটার কাজ জানা।
  • ইংলিশ এ এক্সপাট।




৬। এখন আমরা odesk একাউন্ট তেরী করবো ।

প্রথমে আমরা যাব www.odesk.com – sing up – I want to find work – create a free account – আপনার information দিয়ে fill 
up করবেন –Get started – email verification করবেন।

 

৭। profile create.

 

Three types of profile :
1 basic info
2 personal profile
3 professional profile
Email link আসবে ক্লিক করবেন – display name select – portrait/pic – title যে কাজ করবেন কাজের নাম seo expert/ Objective লিখবো সব কাজের নাম Hourly Rate প্রথমে $3 দিবো English Level select করবো। job category যে কাজ পারি । এবাবে আপনার তথ্য দিয়ে পূরণ করবেন।

 

৮। job search and apply. 

 

 

আপনার id login করবেন find work / find job / seo / search বারে যে কাজ করবেন কাজের নাম লিখে search করবেন এবার apply buyer যে condition বলছে ঐটার উপর ভিত্তি করে cover letter লিখে apply ।

 

৯। Interview with Buyer.

 

আপনি যেখানে cover letter sent করবেন সেখানে নিচে Box আসবে Buyer এর সাথে chat করার জন্য । আপনি English a chat করবেন।

১০। কাজ জমা দিবো কিভাবে।

 

Chat Box এর নিচে file attached করার জন্য Browser ক্লিক করুন কম্পিউটার থেকে file attached করে sent.
Hourly কাজে odesk team room download করতে হবে URL বারে লিখতে হবে www.odesk.com/downloadas software টা আসবে download করবেন, কাজ করার সময় login করে on রাখবেন।


১১। কিভাবে MasterCard  পাবেন ।



Odesk login করে wallet ক্লিক করবেন / withdrawal method /থেকে payonner debit card / security question answer দিবে / get your prepaid Master card now ক্লিক / start hear / fill up the from step 2 step 3 I agree  finish.



১২। Receive payment .



মাষ্টার কার্ড এর মাধ্যমে অথবা ব্যাংক এর মাধ্যমে উঠাতে পারবেন।




১৩। আউটসোসিং এ সফল হতে হলে কি করতে হবে ?


 

বিস্তারিত শিখা ।

টেষ্ট এ পাস করা ।

Problem solving



১৪। Data Entry .




Data Entry করবো আমরা sowfter মাধ্যমে.

google এ seach করবো
free download PDF to word converter
CRM softer download করবো ।
 
  



১৫। Google Ad sense .



 Google Ad sense হচ্ছে আপনার web site এ গুগল এর বিজ্ঞাপন নিয়ে এসে
ঐ গুলো মানুষ কে দেখানোর ফলে গুগল আপনাকে টাকা দিবে তাকে গুগল অ্যাডসেন্স বলে।
·       Web site create
·       Info/entertainment add
·       Google থেকে add নিয়ে আসা।
·       প্রচার করা।

 

১৬। Blog Site Create .



প্রথমে আপনি যাবেন www.blogger.com যাবেন। login করবেন আপনার জিমেইল একাউন্ট দিয়ে। contiue this blog ক্লিক করবে আপনার তারপর New post ক্লিক করবেন Bolg Title লিখবে যে বিষয় উপর লিখবে তার নাম।blog address মানে URL লিখবে। template select করবেন যেটা আপনার পছন্দ ।আপনি লেখা লেখি করবেন আপনার সাইট এ তারপর আপনার সাইট এর SEO করবেন । Google Ad senses এ Apply করবেন তারা আপনাকে Add দিবে আপনার সাইট এ দিবেন Visitor এর click এর মাধ্যমে আপনাকে Google Payment করবে। 

১৭।  PTC .

 

 

paid to click আমি আপনাকে বলবো আপ নি এই কাজক রবেন না এটা আপনি ভালো payment পাবেন না ।তারপর কিছু সাইট এর নাম দিচ্ছি

1 www.tendollerclick.com
 2 www.newbux.com
 3 www.cliksense.com


১৮। Google Map .

Google থেকে Map এ যাবেন পরিস্কার করে দেখার জন্য satellite এ ক্লিক করবেন search বারে স্থানের নাম লিখবেন । আপনাকে স্থান দেখাবে এবং আপনি যুম দিয়ে টেনে দেখবেন । রাস্তায় নেমে দেখার জন্য মানুষটা কে টেনে নামাই দিবেন । এবাবে আপনি ঘরে ডুকে দেখতে পারবেন। আপনি আপনার স্থান টা Add  করে দিতে পারবেন ।

 ১৯। Google Translator .



আপনি এর মাধ্যমে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করতে
 পারবেন।


 ২০। Facebook ডাবল  lock .


আপনার ফেসবুক  একাউন্ট ডাবল লক করার জন্য setting এ যাবেন থেকে security ক্লিক করবেন login approval ক্লিক করবেন require ক্লিক করবেন set up now ক্লিক করবেন password দিবেন phone number দিবেন।
এবার যদি অন্য কোন কম্পিউটার থেকে ফেসবুক লগিন করেন আপনার মোবাইল এ এসএমএস আসবে । একটা কোড দিবে কোডটা টাইপ করে  দিলে ফেসবুক লগিন হবে।

২১। google calendar .

গুগল এ গিয়ে  calendar যাবেন টাইম সেট করে দিবেন তারপর আপনার মোবাইল এসএমএস আসবে।

২২। Team Viewer .

আপনার কাজের জন্য  Team Viewer টা ইন্সটল করতে হবে । গুগল থেকে ইন্সটল করতে হবে।

 

 

short course এই খানে সমাপ্ত । সঙ্গে থাকুন ফুরো  course শেষ করবো। আপনি প্রতিদিন এই বল্গ সাইট পরে দেখুন । problem হলে আমাকে  inform করুন আমি সব সময় আপনার পাশে আছি । আপনি কাজ করুন সফল হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন