BBC Bangla - মূলপাতা

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

Writing English


Basic grammar

Noun: যে  শব্দ দিয়ে ব্যাক্তি/ বস্তু / স্থান / বুঝানো  হয়। 

Verb: যে শব্দ দিয়ে কোন কাজ কে বুঝানো হয় । যেমন 
 sue opened the box. এখানে Sue এবং box উভয়ই  
 noun এবং opened একটা verb। sue হচ্ছে subject যেহেতু sue খেলার কাজ টি করেছে ।

Adjective: যে শব্দ দিয়ে noun কে modify করা হয়।

Adverb: যে শব্দ দিয়ে verb বা adjective কে modify করা হয়।

Preposition: যে শব্দ দিয়ে কোন noun এর সাথে কোন কাজ / বস্তু কে সম্পকযুক্ত করা।
Sue quickly opened the big box of chocolates.
Phrase: যে শব্দসমষ্টি একটা single part of speech হিসেবে কাজ করে।

prepositional phrase: যে phrase preposition দিয়ে শুরু হয়।
Of chocolate একটা prepositiona phrase। of chocolate এখন box কে modify করছে। তার মানে , box সম্পকে কিছু তথ্য দিলো।

pronoun: এমন একটা শব্দ যেটা noun এর বদলে বসে।  pronoun টা যে  noun এর বদলে বসে ,সেই noun কে ঐ pronoun এর antecedent বা referent বলে।

Clause যে শব্দসমষ্টিতে একটা subject ও verb থাকে। clause দুই ধরণেরঃ

1 Dependent clause: Because sue was famished.
2 Independent clauses: Sue quickly opened the big box of chocolates.


Lecture 01

magic sentence structure


S A V O1 O2 D1 D2 M1 M2 P T R

Understanding the Structure 

S = Subject 
A = adverbs of frequency *
V = verb
O1 = কাকে
O2 = কি
D1 = কোথা  হতে (গতি )
D2 = কোন দিকে (গতি )
M1 = কিভাবে
M2 = কার সাথে
P =  কোথায় (অবস্থান )
T = কখন 
R = কেন  
* Adverb of frequency: Always,usually, normally,generally,often/frequency,occasionally/sometimes,never,hardly/rarely/seldom, ever. 

 চলুন এবার এই structure  টির  ব্যবহার  দেখি :

দেশের ক্রিকেট প্রমীরা  ক্রিকেটাদের সর্বদা উত্সাহ যোগায়।  কাজেই বাংলাদেশ ক্রিকেট দল খেলার উদ্দেশ্য মাতৃভূমি থেকে পৃথিবীর  বিভিন্ন দেশে যায়।  বিশ্বকাপ  জয়ের  জন্য এ দপ্রতিদিন সকালে সতেজ স্ফূতর্ভাবে নতুন কোচের সাথে ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে। 

 ১ম   বাক্য:

কাজটা কি ? ---------- উত্সাহ যোগায় -------------V
কে উত্সাহ যোগায় ----------- দেশের ক্রিকেট প্রমীরা-----------S
কাকে উত্সাহ যোগায়  ----- ক্রিকেটাদের ----------O1
কোন Frequency-  তে উত্সাহ যোগায়  ------ সর্বদা -------A

অতএব এ বাক্যযে structure পাই তা হল : SAVO1

এবং ইংলিশ বাক্য :

 The cricket fans of the country always encourage the cricketers.

বাক্য : 


 কাজটা কি ? -------- যায় --------- V
কে  যায় ----- বাংলাদেশ ক্রিকেট দল  ---------S
কোথা  হতে যায় ----- মাতৃভূমি থেকে------- D1
কোথা  হতে কোন দিকে যায় ------ পৃথিবীর  বিভিন্ন দেশে----D2
 কেন যায় ------ খেলার উদ্দেশ্য-----R

অতএব এ বাক্যযে structure পাই তা হল : SVD1D2R

 এবং ইংলিশ বাক্য :

So Bangladesh cricket team goes from homeland to different counties of the world in order to play.
  

বাক্য :


কাজটা কি ? ------ অনুশীলন করে ------  V
কে অনুশীলন করে ? ------ এ দ ---- S
কেন অনুশীলন করে ? ----- বিশ্বকাপ  জয়ের  জন্য ----R
কখন অনুশীলন করে ? ------ প্রতিদিন সকালে ---T
কিভাবে অনুশীলন করে ? ----- স্ফূতর্ভাবে----- M1
কার সাথে অনুশীলন করে------ নতুন কোচের সাথে ---M2
কোথায় অনুশীলন করে-------- ঢাকা স্টেডিয়াম----- P
কি অনুশীলন করে----------- ক্রিকেট -------- O2

অতএব এ বাক্যযে structure পাই তা হল : SVO2M1M2PTR

এবং ইংলিশ বাক্য :


This team practices cricket spontaneously with new coach in Dhaka stadium every to win the world cup.